তোমাকে ঠিকই চিনতে পেরেছি
তুমি একটা বিশ্বাস ঘাতক বহুরূপী
তোমাকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম
ভেবেছিলাম কোনো দিন ছেড়ে যাবে না
ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসবে
কিন্তু সব আমার চোখের ভুল ছিল
তোমার রূপে পাগল হয়ে গিয়েছিলাম
ক’দিন যেতে না যেতেই তোমার রূপ যে
এভাবে গিরগিটির মত বদলে যেতে পারে
কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি
প্রথম দেখায় তোমাকে ভালো লেগে ছিল
প্রথম দেখায় তোমাকে ভালো বেসে ছিলাম
ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে যাবে না
কিন্তু সব আমার সরল মনের ভুল ছিল
তোমাকে বিশ্বাস করে ভুল করে ছিলাম
তুমি আমাকে কোনো দিন ভালোবাস নি
তুমি সম্পত্তির লোভে আমাকে বিয়ে করেছ
তুমি চাকরি দেখে আমাকে বিয়ে করেছ
তুমি আমার জীবন ছাড়খার করে দিয়েছ
তোমাকে আমি আর বিশ্বাস করি না