তোমাকে ঠিকই চিনতে পেরেছি
তোমাকে চিনতে কোনো ভুল করিনি
তুমি শুধু নিজের সুখের কথাই ভাবো
তাই আমার কষ্ট তোমার চোখে পড়ে না
আমার ব্যাথা তোমার ব্যাথা মনে হয় না
তুমি একটা স্বার্থপর লোভী
স্বার্থের জন্য তুমি কি না করতে পার
মূহুর্তে ভূলে যেতে পার সবকিছু
যেই অন্য একটা ভালো ছেলে দেখ
তুমি তার পেছন লেগে পর তখন
তুমি একটা মিথ্যাবাদী ছলনাময়ী
মানুষ দেখলেই এমনভাবে তাকাও যাতে
সেও তোমার জালে ফেঁসে যায় মূহুর্তে
যাতে তোমার কার্যসিদ্ধি হয় সহজে
কার্যসিদ্ধি হলেই পরে তুমি ভুলে যাও
তুমি একটা শয়তান নিমকহারাম
তোমার স্বার্থসিদ্ধি হলে তুমি থাকবে
না হলে ছেড়ে চলে যাবে মূহুর্তে
তখন তুমি আর কাউকে চিনবে না
তখন আমার কথা তোমার মনে হয় না