আমি পাড়াগাঁয়ের অর্ধশিক্ষিত সামান্য এক মানুষ
বলতে গেলে আমি অতটা চালাক না
সব সময় মনের কথা বলার চেষ্টা করি
অত মারপ্যাঁচ দিয়ে কথা বলতে পারি না
মিষ্টি মিষ্টি কথা বলে মানুষ ভুলাতে পারি না
খাতির জমিয়ে মানুষকে ফাঁসাতে পারি না

তবে আমার অত চালাক হবার দরকার‌ও নেই
মানুষ ঠকিয়ে খাওয়া আমার উদ্দেশ্য নয়
এই জীবনে ব্যবসা করতে আসি নাই
শুধু শুধু তর্ক ঝামেলা ভালো লাগে না
মানুষের ছল চাতুরী ভালো লাগে না
মানুষের সমালোচনা ভালো লাগে না

আমি শুধু নিজের চিন্তা নিয়েই থাকি না
ছোটবেলা থেকে অনেক চিন্তা নিয়ে বড় হয়েছি
এই আকাশ এই বাতাস এই পৃথিবীকে দুচোখ ভরে দেখি
এত সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
অনেক সময় এমন চিন্তার ঘোরে থাকি যে
আমার নিজের জিনিস‌ই আমি হারিয়ে ফেলি

মানুষের দুঃখ ও কষ্টের কারণ জানার চেষ্টা করি
কেনো মানুষ দুবেলা পেটপুরে খেতে পায় না
আমি আসল সত্য জানার ও বোঝার চেষ্টা করি
আমি সেই সব মানুষের কথা ভাবি-
যাদের কেউ নেই তাঁরা কিভাবে বেঁচে থাকে
তাঁদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে

তবে মানুষের রাজনীতি অর্থনীতি সব বুঝতে পারি
কিভাবে পুকুর চুরি করতে হয়
কিভাবে রক্ত দিয়ে হোলি খেলা যায়
কিভাবে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করতে হয়
কিভাবে উষ্কানি দিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে
নিজের ফায়দা হাসিল করতে হয় সব বুঝতে পারি
                 _______