আজকাল ঘর থেকে বের হওয়াই মুশকিল
ভাইরাস মহামারী পরিবেশ দূষণ রোদ ঝড় বৃষ্টি
ফাল্গুন চৈত্র মাসের মেলা দিয়ে
শুরু হয় ধুলো খাওয়া ধুলো মাখা
পৌষ সংক্রান্তির মেলা যাওয়ার দিন
সবাই সাদা পাউডার মাখি মুখে
শহরের রাস্তায় পঁচা নর্দমার দুর্গন্ধ
এসে ঢুকে যায় নাকে মুখে
নাক খুলে স্বাস নেওয়া কঠিন হয়
এমনিতে কলকারখানা যানবাহনের দূষন
বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দমকা হাওয়া
চোখে মারে ধুলো বালি ছাইয়ের ঝটকা
দুচোখ মেলে কিছু দেখা যায় না
রাস্তায় প্রখর রোদের তাপদাহ
চোখ ঝলসে দেয় গরম হল্কা
কোনো সময় হাওয়া থাকে না
গাছের পাতাও নড়ে না তখন
খুঁজি কোথায় একটু গাছের ছায়া
ধুলো জমে সাদা হয়ে যায় গাছের পাতা
আষাঢ় শ্রাবণ মাসে আসে বৃষ্টি
নেমে আসে অঝোর ধারা
ধরা হয় স্নিগ্ধ স্নাত সুনির্মল
গায়ে শীতল হাওয়া লাগে
নদী নালা খালবিল ধুয়ে হয় সাফ
বায়ু হয় সুনির্মল সতেজ প্রাণবন্ত
ধরা হয় আবার সবুজ শষ্য শ্যমলা