সালটা দুই হাজার চার দেখলাম সুনামী
তিরিশ মিটার উঁচু সমুদ্রের জলের ঢেউ
ঘর বাড়ি গাছপালা ধ্বংস কারী জলোচ্ছ্বাস
মূহুর্তে মারা যায় হাজার হাজার মানুষ
মারা যায় অগণিত শিশু নারী জন্ত জানোয়ার
নিরীহ গবাদি পশু কি দোষ ছিল তার
এই জীবনে আর কত দেখব বিপর্যয়
কিছু দিন পর পর দেখছি নতুন নতুন বিপর্যয়
নেমে আসে আমাদের মাথার উপরে
সালটা দুই হাজার বারো এক কথা সবার মুখে
পৃথিবীটা এবার নাকি ধ্বঃস হবেই হবে
মহাকাশ থেকে বিশাল উল্কা আসছে ধেয়ে
সালটা দুই হাজার পনেরো প্রকৃতির রোষ
নেপালে সাত সকালে ভূমিকম্পে
কেঁপে ওঠে পুরো ভুগোলক
ইমারতের তলায় চাপা পড়ে
মারা যায় হাজার হাজার মানুষ
আহত হয় আরও হাজার হাজার মানুষ
পাহাড় থেকে হিমবাহ তুষার ধস নেমে আসে
মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভূমি ধস নেমে আসে
সেবার উত্তরাখণ্ডের বন্যায় মারা যায় কিছু মানুষ
বছর বছর বিহারের বন্যায় মারা যায় কিছু মানুষ
বছর বছর আসে ঘূর্ণিঝড় আয়লা, আমফান,ইয়াশ
ক্ষতিগ্রস্থ হয় কিছু মানুষ ঘরছাড়া হয় কিছু মানুষ
তবু প্রকৃতির রোষ কে রুধিবারে পারে
জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে
তবু আবার নতুন বসতি উঠবে গড়ে
দুর্গম পাহাড় গাছপালা কেটে নয়ত মরু প্রান্তরে
তবু আবার নতুন বসতি উঠবে গড়ে
স্রোতস্বিনী পবিত্র গঙ্গার ধারে