দয়াল তোমার সন্ধান পাই কি উপায়
আজও তোমার সাক্ষাত পেলাম না
কোন অপরাধে আমি হয়েছি অপরাধি
আজও তোমার আশীষ পেলাম না
প্রেম প্রীতিময় তোমার দুনিয়ায়
ভাসতে চেয়েছি প্রেমের ভেলায়
সুখে দুখে হাঁসি কান্নায় ভালোবাসায়
যেন কেটে যায় কাল এইটুকু আশা মনে
দয়াল তোমার দয়ায় পশু পাখি গাছপালা
ভবঘুরে প্রতিবন্ধী অন্ধ বোবা কালায় বাঁচে
গ্রহ নক্ষত্র জোয়ার ভাটা ফুল ফল ফোটে
তোমার কৃপায় এ জগৎ সংসার চলে
দয়াল তোমায় অনুসরণ করেছি মনে
কত করেছি তোমার সাধনা মনে
ঠেকাই মাথা তোমার চরন দুটিতে
জোড় হাতে করি প্রার্থনা
দয়াল তোমার আশায় ছেড়েছি সংসার
তোমায় ডাকি সকাল সন্ধ্যা বারবার
কৃপা করো প্রভূ তুমি আমারে
দয়া কর প্রভু এই দিনেরে