পাখীর মত উড়ে এসে একদিন তুমি
বসেছো শীর্ণ ডালে ভোরের আবছা আলোয়
কাল ছিল ডাল খালি আজ ফুলে ভরে গেল
চারপাশে ডালপালায় শীত
ঠান্ডা হাওয়ার শিহরণ
বুকের খোলস ভেঙে
শুঁয়োপোকা বেরিয়ে যায়
শুঁয়োপোকা পাতা খায়
শুঁয়োপোকা দেখে ভয় পাই
মনের ভেতরে একে একে শুঁয়োপোকা মরে
প্রজাপতি ডানা মেলে উড়ে যায় আকাশে
উত্তরের পাহাড় মালভূমি ইশারায় ডাকে
উড়ে যাই উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার
ফুলের মধু খেয়ে শুয়ে থাকি
পাখি হয়ে উড়ে যাই সাগর পাড়ে
কখন চারপাশে সন্ধ্যা ঘনিয়ে আসে
আমি আর ফিরে আসতে পারি না
_______