জীবনে কত দুঃখ পেয়েছি
আর কত দুঃখ পাব বলো
তবু আমি দুঃখের কথা বলি না
তবু আমি দুর্বলতার কথা বলি না
সব মানুষের কিছু কিছু দুর্বলতা থাকে
জীবনটা যে সুখ দুখের সঙ্গম

তবুও অনেক কষ্ট করে বড় হয়েছিলাম
কষ্টের মধ্যে তবু সুখ খুঁজে পেয়েছিলাম
তবু যেদিন ভালোবাসা ছেড়ে চলে যায়
যেদিন হারিয়ে ফেলি ভালোবাসাকে
সেদিন নিজেকে সামলাতে পারি নি
আমি পারি না সুযোগের সদ্ব্যবহার করতে

সেদিন অনেক দুঃখ পেয়েছি
যেদিন আমার সব স্বপ্ন গুলো
ভেঙে তছনছ হয়ে যায় কাঁচের মত
সেদিন জানতে পেরেছি বুকের ভেতরে
হাহাকার কিভাবে কুঁকড়ে কুঁকড়ে খায় হৃদয়
শুন্যতা কিভাবে জীবন ছারখার করে দেয়

তবু আমি তো আর কাঁদতে পারি না
কাঁদলে চোখের জল শুকিয়ে যায়
জীবনটা হয়ে যায় শুষ্ক মরুভূমির মত
বুকের ক্ষতস্থানে গজিয়ে ওঠে ক্যাকটাস
এখন আর তেমন দুঃখ পাই না
এখন আর মন খারাপ করি না