এই তো আবার এসেছে শরৎ হিমেল হাওয়া
এই তো আবার এসেছে দিন বাতাসে ওড়ে কাশফুল
দুদিন আগে চায়ের দোকানে বসে দেখেছি উড়তে
পূজা পূজা গন্ধ সবাইকে শারদীয় শুভেচ্ছা
আমরা আগে মহালয়া দেখার জন্য ভোরে উঠতাম
ভোরে উঠেই সবাই রাস্তায় হাঁটতে বের হতাম
পাড়ায় কার বাড়িতে মহালয়া দেখতে যাব
তাই আমরা কচিকাঁচা সবাই দলবেঁধে ছুটতাম
তারপর দুর্গাপূজার পর কালিপূজা এসে যায়
কালিপূজা এসে গেলেই শীত শীত আমেজ
ভোরবেলা উঠেই সব প্যান্ডেল ঘুরে ফেলি
দুর্গাপূজা থেকে কালিপূজা চলে প্রাতঃভ্রমন
মনে পড়ে ছেলেবেলার সেই দিনগুলোর কথা
সেদিন কত স্বতঃস্ফূর্ত ছিলাম আমরা
আমরা অনেক ভালো বন্ধু ছিলাম
ভোরের সতেজ বাতাসে বুক ভরিয়ে নিয়েছিলাম
আজও মনে পড়ে সেই দিনের কথা
আজও মনে পড়ে সেই বন্ধুদের কথা
তবে আজ আর শরীরে অত জোর নেই
মনেও আর তেমন উদ্দ্যম নেই
ছেলেবেলার সেই বন্ধুরাও আর আসে না
ভালো বন্ধু কারো সারাজীবন থাকে না
তবু আজও মনে মনে সেই বন্ধুদের জানাই
শারদীয় প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা
____