আসমুদ্র হিমাচল পায়ে হেঁটে অতিক্রম করি,
দুর্যোগের ঘনঘটা দেখে দেখে চিত্তে হাল ধরি।
রক্ত স্রোত বয়ে যায় এ হৃদয় ভ্রাতৃত্ব বন্ধনে,
পিছু টানে মন তাকে কোনো এক প্রসূত নন্দনে!
নগরে-বন্দরে চলে হিংস্র দল চারদিকে যত,
সংহার মানসে তারা দিব্য প্রাণে লুপ্ত অবিরত।
মঙ্গল ও অমঙ্গল থাকে সদা বিধির নির্দেশে,
কেউ তাই গেঁথে যায় ফুল মালা সৃষ্টি ভালোবেসে।
আশা অনুরাগ থাক আজীবন এ পৃথিবী জুড়ে,
বেদনার কালো ধোঁয়া উড়ে চলে নীলাকাশ দূরে।
অনাবৃষ্টি, অতি ঝড় ক্ষণিকের এক সংযমন,
মিলে-মিশে তবু সেই আয়ুষ্কাল- এ মাহেন্দ্ৰক্ষণ!
বুক ভরা স্নেহাশিস রেখে যাই ভাইয়ের তরে,
হিতকরী সহোদরা অবেদনে মগ্ন সকাতরে।
তাং- ০৩/০৮/২০২০ ইং