দেখো সমুদ্রের বিশালতা,
যেদিকে তাকাই সীমাহীন জলরাশি,
দুচোখ ভরে দেখে যায় কিনারা অবধি!
ছন্দময় তালে তালে ঢেউয়ের খেলা
বয়ে চলে বিরামহীন একের পরে এক।
তোমারই অগোচরে তোমারই বক্ষস্থলে
আমিও দেখতে পাই; কী বিশাল জলরাশির!
অশান্ত ঢেউয়ের অবারিত খেলা
অসীমের মর্মভেদী সীমানায় আলিঙ্গন
করে চলে পরম আদরে
সেখানে উদার জগতের দ্বার উন্মোচন
করে চলে অবিরাম!
তুমি কি দেখতে পাও সেই খেলা!
যদি সাড়া দাও, তবে মেনেই নেওয়া যায়-
ছন্দের পতন ঘটেনি কখনো।
ভালোবাসা তার মহিমার লহরী তুলে
নৃত্য করে অনিত্য অভিলাষে!
তাং- ২৬/০৯/১৮