জলই জীবন জলই মরন জানে সর্ব জনে,
বাঁচতে হলে অপচয় রোধ করতে হবে পণে।
মরুভূমি মরু নামে করলো যে রূপ ধারণ,
জলের অভাব আছে বলেই এমন নামকরণ।
জীব মাত্রেই প্রতি পদে অমূল্য দরকারে,
একদিনও কী চলতে পারে এই সম্পদকে ছেড়ে।
নিমজ্জনে জীবন তরী বিপর্যয়ে পড়ে,
সময়ে তাই রক্ষা করো বারি সুধা নীড়ে।
এমনও দিন আসবে জেনো হাহাকারে রবে,
জলের জন্য কাড়া কাড়ি যুদ্ধ লেগে যাবে!
অন্তিমকালে পানি পানে পাড়ি দিতে হবে,
ক'জন পাবে সুপেয় তা ভাবো এখন তবে।
দিনে দিনে বাড়ছে সংকট বিশুদ্ধ এই জলের,
বিলীন হচ্ছে ভূ-গর্ভস্থের এই স্তরেরও নীরের।
মর্তলোকে থাকতে বেঁচে আবশ্যক এই বারি,
দূষণ মুক্ত অপচয় রোধ রাখতে হবে তারি।
তাং- ১৩/০৭/১ ইং