সত্য ভুলে মিথ্যে চলে
        গল্প কথা ব্যক্ত হয়,
স্বর্ণ ফেলে রৌপ্য তোলে
        ব্যক্তি সবে ত্যক্ত রয়!
জন্ম গাঁথা মুল্যবোধে
        রক্ষা করা শক্ত যার,
বিশ্ব মাঝে শান্তি লাভে
        নাস্তি আনে অন্তঃসার!

তাং- ১৬/০১/২০২১ ইং