নদ-নদী জলে- রূপ নেই জানি,
আপন নিয়মে প্রবাহিত পানি।
জোয়ার ও ভাটা বয়ে আনে পলি-
ধনধান্যে ভরে উঠে সৌভাগ্যে সকলি!
রবি, শশী আলোকিত করে-
ভুবন মজালে চার দিকে ওরে!
পবন বহিলে- স্বতন্ত্র ধরায়,
রাজা-প্রজা আজ সবারে জড়ায়।
একই মানুষ- কত ভিন্ন পথ,
বড় ছোট, উঁচুনিচু ভেদে মত!
আসার যে রথ- যাওয়ার সে এক
কেন ভেদাভেদ তোমার যতেক!
তাং- ২৮/০৮/১৯ ইং