এক পথ বন্ধ করে অন্য পথ খোলে,
এ কোন দরদী মন রুদ্ধ পথ ভোলে?
নোনা জল ত্যাগ করে হাসে কৌতূহলে,
এই কাঁদে এই হাসে
কত কথা ছলে!
দুঃখ ভরা রাত আসে সুখ কেড়ে যার,
শত দোর খুলে বসে কেউতো আবার!
এক আশা, ভালোবাসা ঘুর পাকে চলে,
পূর্ণিমার আলো রেখা
অন্ধকার টলে!

তাং- ১৩/০১/২০২১ ইং