যেতে যদি দাও-গো আমায়-
তোমার হৃদয় পারে,
ভালোবাসায় বুনবো সুতো বাসন্তী রঙ পাড়ে।
কোকিল ডাকা সুরের মাঝে
রাঙাবো মন- কারে?
কৃষ্ণচূড়া লাল গগনে পরাই মালা তারে!
চৈতালি কাল উদাস হাওয়ায়
ভাবনা ঘুরেফিরে,
আবার যেন পাই-গো তোমা সত্তাযুক্ত নীড়ে!
তাং- ৩১/০৩/২০২১ ইং