পূর্ণিমা রাতের আলো হঠাৎ উদাও,
অন্ধকার বয়ে আনে ভয়!
দূরের আকাশ ভুল করে
জোছনার আলো লুণ্ঠনেই ব্যস্ত,
উপভোগী- দ্বিতীয় নক্ষত্র
কোথায় খুঁজবে এই শঙ্কা মনে!
প্রকৃতির দয়া হলো
আশঙ্কা আবারও হাতছানি দিয়ে
বিদায় জানালো দূরে বহুদূরে...
উপভোগী শান্ত হলো,
শান্ত হলো কম্পমান হৃদয়ের ধ্বনি!
এ খেলা অবচেতনে যারা খেলে
তারা চেতনায় অন্ধ হয় বলে
শুদ্ধ আত্মা জয় গানে রত!
তাং- ১২/০৮/২০২১ ইং