ফুল বাগানে ফুল ফোটাবে
এইতো ছিল ব্রত,
জগতটাকে রাখবে ধরে
ভালোবাসায় কত!
অশান্তিকে শান্ত জলে
বিসর্জনের তরে,
সাম্য মৈত্রী উদয় অস্তে
পৃথিবী আজ লড়ে।
কোন ইশারায় অস্থিরতা
সভ্যতার ঐ চালে,
যুদ্ধ মানে শান্তি কিনা
বিচক্ষণের জালে!
তাং- ১৭/০৩/১৯