চিত্ত সুখের সন্ধানে আজ তারা,
আনন্দে মন নাচিছে সবার সারা।
ভোরের কুয়াশা আসি আসি বলে ডাকে,
শরৎ আবার জেগেছে মায়ার শাঁখে।
শিউলি তলায় হাজারো তারার বেশে,
সৌরভে বায়ু মাতোয়ারা হলো মেশে।
পূজারী কুড়ায়ে নেয় যে সবার আগে
পূর্ব গগন সাক্ষী আলোর বাগে।
মানব-মানবী উল্লাসে তার মনে,
দুখের পরশ ভুলেছে আপনা সনে।
আনন্দময়ী আসার সময় হলো,
সাজসজ্জায় ভক্তরা তাই ধলো।
তাং- ১২/০৯/১৯ ইং