কতো সাধ জাগে ওর যদি পায় তারে
ভালোবেসে আজীবন বেঁধে নিতে পারে,
মন-প্রাণ সপে দিল এতটুকু আশে
বেলা শেষে প্রিয় সাথী মন খানি কাড়ে!
চেয়েছিলে যারে তুমি একান্ত মনে
ফিরে এলো সেই আশা তোমার মননে,
বন্ধনে রেখো আজ স্ব-যতনে তাকে
হৃদয়ের সবটুকু উজাড়ের সনে।
প্রিয়া বুঝি ফিরে এল বেশ ঘটা করে
আনন্দে মেতে মন কোথা রাখে ওরে,
জীবনের খেলা ঘরে বিধাতা যা দেয়
এ সবের মূল্য কি শোধ হবে পরে!
এতোসব দান তাঁর মানবের তাজ
স্নেহ প্রীতি আছে তাই জগতের সাজ,
পানি বিনা প্রাণ নেই চিরদিন জেনো
মানবতা অনুভবে করে সেই কাজ।
ভালোবাসা ভালো থাক অন্তরে তবে
সুখে-দুঃখে কেটে যাক এক সাথে ভবে,
অনুভবে বয়ে যায় বহুকাল ধরে
এ ধরায় ভালোবাসা অমর যে হবে!
তাং- ১৮/০৮/১৯ ইং