অশান্ত মন বিঘ্ন ঘটায়,
শূন্য পথে দুঃখ রটায়
কার কাছে পায় মুক্তোদানা এবার?
হন্যে হয়ে খুঁজতে থাকে,
হয়তো এবার পাবে বাঁকে
তৃপ্তি সুধা মিলাক বারেবার!
কণ্টকী বন যতই দেখে,
বসন্তেরও পুষ্প বাগে
ভালবাসা আপনা থেকে যার!
চিত্ত সুখে কেউতো বলে
ভয় কি তাতে ঠিকতো চলে
শব্দগত সামর্থ্য যে তার!
তাং- ২১/০৩/২০২১ ইং