এমন কেন
হয়-গো বলো ওগো অধিপতি!
বুকের মানিক অগোচরে
পায় না কোনো গতি!
চোরাবালি-
যেমন করে তলিয়ে নিয়ে যায়,
অদ্বিতীয় তনয় আজি
কোথা সন্ধান পায়!
শয্যাশায়ী-
জনক এখন পুত্র শোকে কাতর,
ওগো বিধি মিলিয়ে দিও
তারই পরশ পাথর!
আয় না জাদু-
মানিক রতন বুকে ফিরে আয়,
ধন-রত্ন চাই না কিছু
তোরই প্রতীক্ষায়!
আট-টা দিনের
প্রতিক্ষণে একই প্রতিচ্ছবি,
বিলাপে মন তিমির ঘোরে
দেখে রবিচ্ছবি!
তাং- ০৪/০৭/২০২০ ইং