তোমার আসার কথা
সবাই জেনেছে,
লক ডাউনে আটকে পড়ে চৌদ্দ দিন
থেকে ছাপ্পান্ন দিনের কষ্ট...

কতো শখ করে পাড়ি দিলে-
নৈসর্গিক কিছু শোভা আর প্রিয়জন
সান্নিধ্যের পথে...
জমানো কথার থলে অরক্ষিত আজ
সামাজিক দূরত্বের যুদ্ধ বিধি বলে...
সুখের সময় ক্ষণিকের...
তবু প্রতীক্ষার রণ খেলা শেষ হবে অচিরেই!

শান্তির আশায়-
এ গ্রহ একটু- শ্রান্তি দূর করে চলে,
এরপরে,
আবার না হয় ভালোবেসে যাবে...

তোমার সুখের কথা ভেবে ভেবে-
ওজোন স্তরের কারিগর
আজ হাত ধুয়ে যায় অবিরত...
তাই তো তোমার কষ্ট নৈমিত্তিক মাত্র!

তাং- ১৫/০৫/২০২০ ইং