কেউ না জানুক
তোমার তুমি-তো জানে;
যেটুকু ন্যায়ের
মাপকাঠির এ মানে!
কতটুকুই-বা হতে পারে মাপকাঠি?
যে জন দেখায় ভ্রান্ত পথের আঁটি!
জিজ্ঞেস করো- আপনাকে আগে তবে,
সে পথ তোমার স্বচ্ছ কী আজ হবে?
অব চেতনের ভারে থাকে এই মন;
শোধনে আবার
দেখে নাও ঠিক পণ।
কারোর পিছনে
না ছুটে তুমিও পারো-
অন্তহীন এ স্বকীয়তাবোধে লড়ো!
যুক্ত থাকাও সুপ্ত প্রতিভা
এই যাত্রাতে- হার না মানায় ভালো,
সত্তা বোধের জীবন ধারণা
চিরায়তভাবে ছড়িয়ে পড়ুক আলো।
মিথ্যে আশাতে কারোর চেতনা ভুলে,
মোহ মায়াজালে রঙ্গিন খাঁচায় তুলে।
সিদ্ধি লাভের পন্থা কোথায় তবে?
পরিণতি তাই ভয়াবহ এক হবে!
শুদ্ধতা সব
স্পর্শে থাকুক, দুর্বোধ্যকে নয়!
সবার আমি কে সবাই চিনুক
তবেই সমাজে জয়!
তাং- ২৮/০৬/২০২২ ইং