শেকড় সন্ধানে আজ বেরিয়ে পড়েছি,
কতো না মমতা মাখা- কল্পনা করেছি!
বছরের এই দিন আসে ঘুরে-ফিরে,
দেখে যায় আমি সেই হৃদয়ের নীড়ে।

আনন্দের বাঁধ ভাঙা সুখ খুঁজি তাই,
বহুদিন পরে যেন- অদেখাকে পাই!
নিরজনে ডেকে যায় আহ্লাদ সাদরে,
মনের দুয়ার খুলে দেখে যায় ওরে!

আমার এ ডাকে সাড়া- দিয়ে যায় তাঁরা,
কতো যে শুধাই জানি মনোঃ প্রাণে পারা!
নিখুঁত মমতা আজ পায় না নাগাল,
পিতা মাতা ছাড়া তাই- দুনিয়া আকাল।

অগোচরে বুনে যায় বচনের জাল,
ভালো থেকো, ভালো রেখো তোমার এ ডাল।

তাং- ২৪/০৯/২০১৯ ইং