তোমাকে খুঁজবো বলে গভীর অরণ্যে ঢুকে পড়ি,
কত শত রঙ লাল নীল হলুদের মিশ্রণ
আর, আর সব অবারিত জাগতিক সুখ।
তোমাকে খুঁজবো বলে অগাধ সিন্ধুর
জলরাশির পদতলে হই নিমজ্জিত
মন্থিত মন্দ্রিত যেথা সমুদ্র ও নদীর মিলন।
তোমাকে খুঁজবো বলে শূন্যে উড়ে যায়
আকাশের আঙিনায় নক্ষত্রের মোহনায়
সারাবেলা হারাতে দু'জন।
তোমাকে খুঁজবো বলে দ্বাদশ রাশির সন্নিকটে -
করপুটের এই ব্রহ্মাণ্ডের এপার ওপার
কতো ঘুরি বারে বার!
এত নিকটেই আছো কে জানতো!
তোমার সন্ধান মিলে ঘাসের ডগায়
এক ফোঁটা জলবিন্দুর সূক্ষ্ম কণাতেই!
তাং - ২৬/০৭/১৮