সেদিনের কথা...
রোজ ভেবে ভেবে আজ এ পর্যন্ত!
ভাবনাগুলো বলে যায়
আপনা বিনে-
কে আর এমন শ্রেষ্ঠ হতে পারে?
জ্ঞানে-গুণে,শিক্ষা-দীক্ষা,আভিজাত্যে আরও কতো কী...
লালন-পালনে সার!
চোখ বুঝে স্বপ্ন দেখতে দেখতে
কখন যে বেলা শেষ- কেউ টেরই পেল না...
সময় বয়েই চলে...
রজনীর শেষ প্রহরের- আমার আমিত্ব
এখন বড়ই ক্লান্ত!
তাং- ২৭/১০/২০২০ ইং