কত রেষারেষি, মনে চাপা কথা,
ভুলে যায় বারবার;
যত দূরে যাই, তত কাছে পাই,
ভাবনার চির ধার।
যদি বাধা দেয়, মানে কি বারণ,
স্বপ্নের গড়ি তরি;
এ বাঁধন আজ, খুলিবে না আর,
শৃঙ্খলে আঁকা পরি।
নীল সীমানায় ছুঁয়ে যায় যত,
গোধূলির মধু হাসি;
চেয়ে দেখ আজ, অপরূপ বেশ,
মমতায় ভালোবাসি।
এ বাঁধনে জড়, সময়ের গান,
স্নিগ্ধতা অনুরাগ;
চলছি আমরা, পথ বাঁধা সেও,
স্বপ্নের রঙে লাগ।
তাং- ২১/০১/২৫ ইং