সূর্যটাকে ডুবে যেতে দেখে থামলাম,
কি অপূর্ব লাল টকটকে!
রক্তিম আভায় এক বিশাল প্রদীপ,
আলো ধীরে ধীরে ম্লান হয়ে মিশে যাচ্ছে
শব্দহীন সাগরের বুকে।
যেন কোনো রাজকীয় সম্রাটের বিদায়,
যেন প্রতিদিন তার সিংহাসন ত্যাগ করে
রাত্রির আঁধারে আত্মগোপনে যায়।

গোলাকার পৃথিবীর অপর পৃষ্ঠের
নব সূচনায় ব্যস্ত দিবাকর;
কোনো শিল্পী তার তুলি আর চিত্র তালিকাতে রাত, দিনের সুরেলা সেতু রচনা করছে।
কক্সবাজারের সৈকতে দাঁড়িয়ে
আমরা ক'জন প্রকৃতির এ চমৎকার দৃশ্যপট,
এ ক্ষণিক বিদায়ের সুর উপভোগ করলাম।
আহা! এ যেন জীবনের দীক্ষা-
একদিকে দিবসের শেষ অঙ্ক,
অন্যদিকে রাতের নতুন অধ্যায়ের শুরু।

আকাশের ওই রঙিন আলোর খেলা
স্মরণ করিয়ে দেয় আমাদের জীবনেরও নীতি সূর্যাস্তের মতো।
সূর্যের বিদায়ও যেন বলে যায়-
"অন্ধকার আসে, তবে আলোও আসে পরক্ষণে।"
এটা কি শুধু একটি দৃশ্য, নাকি
জীবনের ব্যস্ততার মাঝে
বিরতির প্রয়োজনে এক মূর্ত উপদেশ!

সাগরের ঢেউয়ের মাঝে
সূর্যটা যখন তার শেষ রশ্মি বিসর্জন দেয়,
তখনই মনে হয়-
আমাদের জীবনের ক্লান্তি আর ব্যর্থতাগুলোও
এই সাগরের গভীরতায় হারিয়ে যেতে পারে।
আলো অন্ধকারের এই খেলা যেন
আমাদের আশা আর হতাশার গল্প বলে।
কি সুন্দর সে নীতি!
জীবন যেমন হোক, সূর্যের মতোই
আমাদেরকে নতুন আলো নিয়ে ফেরত আসতে হবে।

তাং- ২৫/১/২৫ ইং