চাঁদের কিরণ খুশির দোলা ঈদে মধুর গান,
তাকওয়ার পথ- শান্তির ডাকে স্রষ্টার অপার দান।

সিয়াম শেষে রহম এলো, আনলো খুশির মেলা,
প্রভুর সাথে নতুন বাঁধন, ভালোবাসার খেলা।

নামাজ পড়ি কাতার বেঁধে, সবার কাঁধে কাঁধ,
ধনী-গরীব একি সনে, মুছে যাবে বাধ।

হৃদয় ভরে ভালোবাসা, হলো কোলাকুলি,
ক্ষমার সুরে মিলন গড়ে, দূর বিভাজন ভুলি।

নতুন পোশাক হাসি মুখে, শিশুরা দৌড়ায়,
ঈদের পথে রঙিন স্বপন, আনন্দে মন গায়।

সেমাই-পোলাও সুগন্ধ আজ, বাড়ায় মিষ্টি স্বাদ,
বাবা-মাকে সালাম করে, আশীর্বাদের সাধ।

যাদের কাছে নেই যে কিছু, অভাব যাদের সঙ্গ,
তাদের পাশে দাঁড়াও সবাই, ভালোবাসায় রঙ্গ।

ঈদ মানে যে শুধুই হাসি, নয়তো কেবল খেলা,
স্রষ্টার পথে অবিচল মন, প্রার্থনাতে মেলা!

তাং- ৩১/৩/২৫ ইং