ক্ষমতায় চিরস্থায়ী টেকসই হয়ে গেলে-
কৌশল ও দক্ষতার মূল্য যাচাইয়ে,
স্বকীয় মর্যাদা পরীক্ষায় ব্যস্ত হয়ে
ওঠে এই মানুষেরা...
আজ আর ভালো লাগে না পুরনো
দিনের পদাঙ্ক অনুসরণ করে বাঁচতে,
সুবর্ণ সময় চলে গেলে আর ফিরবে না।
পৃথিবী দেখতে ইচ্ছে হচ্ছে,
পরে আর কিছুই করতে পারবো না...
অথচ গিয়েছে যারা খুব বেশি
আগাতে পারেনি তারা;
শুধুই বাহ্যিক চাকচিক্যে- মোহ মাত্র!
একটাই তো পৃথিবী, জীবনও একটাই!
আরে যখন শুরু করেছো-
এখানেই স্বর্গ ছিল আর এখন নতুনত্ব খুঁজছো,
খুঁজো! কি হবে অন্য পৃথিবী!
ওখানে কি খুব বেশি অর্থ-সুখ লাভ করা যাবে!
কি-বা যোগ্যতা প্রমাণ করবে ওখানে?
অন্য পৃথিবীও এককালে অবসরে যাবে,
হয়তো বা ভিন্নপথে ভিন্নভাবে।
নশ্বর সবই, এই তুমি আমি এবং...
ভালো লাগার পৃথিবী তোমার মনের মধ্যে।
নির্দিষ্ট নিয়মে চলে যাওয়ায়
গতিশীলতা নয় কি! কেন এতো চঞ্চলতা!
স্থির হও শান্তভাবে!
যোগ্যতা তোমার মধ্যে স্থিত।
বেঁচে থাকো স্বভাবজাত গতিতে...
তাং- ২১/১০/১৮