তোমাদের ভালোবাসি বলে কিঞ্চিৎ আতঙ্কে রাখি,
শঙ্কিত মনের এই ছোটাছুটি দেখে তৃপ্ত থাকি!
ভিন্ন নামে ভিন্ন ভাবে পৃথিবীতে বার-বার আসি,
ভয়ঙ্কর উগ্রমূর্তি ধরে আমি তছনছে ভাসি!
প্রবল বেগেই দেশ থেকে দেশে দেশান্তরি হই,
কোথাও অশান্ত কোথাও শান্ত হয়ে ক্ষান্ত রই।
সতর্ক বার্তার অভিপ্রায়ে আলোড়িত এ জগৎ,
নিরাপদ আশ্রয়ের সন্ধানেও নিমগ্ন তাবৎ!
তোমাদের অবিচারে আজ ধরিত্রী পদদলিত,
সে বাণী জগতে বয়ে নিতে এ মানব কবলিত!
প্রকৃতি নিয়মে চলে অতি যত্নে লালন পালনে,
প্রতিকূল প্রত্যাঘাতে সাজসজ্জা এ সমরাঙ্গনে।
বিপন্ন পৃথিবী শুধু ভালোবাসা প্রত্যাশাই করে,
বনায়নে ফুলে ফলে ভরে উঠে সৌরভের তরে।
তাং- ০৫/০৫/১৯ ইং