ঈদের আনন্দে আজ এই শুভ দিন,
খুশির জোয়ারে মেতে সকলে বিলীন।
ত্যাগের মহিমা যেন উদ্ভাসিত মনে,
নীতিকথা মেনে চলি সত্যনিষ্ঠ সনে।
বিশুদ্ধ হৃদয়ে জ্বলে আলোক বর্তিকা,
আত্মগ্লানি দূর হোক যত অহমিকা।
অনিষ্ট বাসনা শত করি যে দমন,
কোরবানি তারি শিক্ষা শাস্ত্রীয় বচন।
পশুত্ব জবাই করে শুদ্ধাচারে ভবে,
ষড়রিপু ধ্বংস হলে পরিশুদ্ধি তবে।
সুখে ও শান্তিতে ভরে যাক পৃথিবীতে,
মনের কালিমা ধুয়ে সৌহার্দের পথে।
ঈদের মিলনে মোরা ভ্রাতৃত্ব বন্ধনে,
জেগে থাক অমলিন সারাটা জীবনে।
তাং- ১২/০৮/১৯ ইং