দেখতে তোমায় দেয় না যারা সিন্ধু নদের জল,
কি আর লাগে প্রাণটা নিতে
এমনই তার ছল?
বলতে কথা বারণ দিলে কী হবে তোমার?
অন্ধ মনে বোবা কান্না
ভয়ার্ত সবার!
নানান জনের নানা মতে- পথভ্রষ্ট পথিক,
অন্তঃকরণ দোদুল্যমান
ভেবে না পায় দিক!
কোন কাননে দোলা দিলো শত-শত ফুল?
মানব তোমার বন্ধ দুয়ার
এ-তো হলো ভুল!
কখন আবার বিভাবসু দেখাবে ঐ আলো?
তবেই যেন দূর হবে সব
জীবন নদের কালো!
তাং- ০২/০৭/২০২০ ইং