সুশীতল বারি ঝরে
অবিরাম আজ,
মনোরথ সুখ খোঁজে
এ যে এক সাজ!

অসহ্য উষ্ণতা এক
চলে ক্রমাগত ,
অম্বর ভূষণ ধারা
হোক অবিরত!

ওহে ব্যোম ঝরে যাও
অঝোর ধারায়,
সুখ পাখি গীত গায়
স্বস্তিতে ধরায়!

তাং- ০৬/০৬/২০২১ইং