স্বপ্নদ্রষ্টা জাতির জনক দিয়ে গেলে এই দেশ,
এ জাতি ভুলেনি তোমার দেওয়া
অঙ্গুলিনির্দেশ!

শোষক-শোষিতে বিভক্ত দেশে- তুমি ছিলে শোষিতের,
মহানুভবতা ছিল যে তোমার
মহান পরহিতের।

ঘাতক বাহিনী হত্যা করেছে বাংলার প্রিয় নেতা
দুষ্ট চক্র ভাঙতে পারেনি
স্বপ্ন তোমার জেতা।

মুছতে চেয়েছে প্রত্যাশা আর অর্জিত স্বাধীনতা,
এতো কি সহজে যায় রে মিলিয়ে
বীরের শৌর্য গাথা!

যতদিন রবে এ দেশ তোমার ততদিন রবে তুমি,
তোমায় কি আর ভুলতে পেরেছে
জাতি ও জন্মভূমি!

তাং- ১৫/০৮/২০২০ ইং