কারাগার দেখে কেউ কেউ ভয় পেলেও
খোলা আকাশের উদারতা দেখে
সব ভুলে যায় মাস্ক পড়া লোক,
জনহীন এলাকায় মনের আনন্দে
খুলে দেয় জোর করে কুলুপ লাগানো
অস্বস্তির বেড়াজাল!
মেঘযুক্ত আকাশের ফোঁটা ফোঁটা বৃষ্টি
মনে এনে দেয় স্বাভাবিক জীবনের
এক অনাবিল ঐতিহ্য রহস্য,
প্রাণ খুঁজে পায় সুখকর আয়ুষ্কাল।
যারা আজ বন্দীঘরে তারা জানে মুহূর্তের কষ্ট,
তিল তিল করে ভোগান্তির পরিণতি।
ছলনায় কত কথা ভেসে আসে উড়ো চিঠি হয়ে,
কেউ বুঝে নেয়, কেউ গন্তব্যের দিকে পৌঁছে যায়!
আদরের আতিশয্য খোলা হোক এক
আকাশের নীচে সবার স্বস্তিতে!
তাং- ২৫/০৫/২০২১ ইং