তুমি চেয়েছিলে তোমার সোনার বাংলা
সোনায় সোহাগা হবে,
তুমি চেয়েছিলে তোমার এ দেশ কারো
অনুগ্রহে কেন রবে?
তুমি চেয়েছিলে সুজলা সুফলা শস্য
শ্যামলা সোনার দেশ,
তুমি চেয়েছিলে বাংলার জনতা সুখে
শান্তিতে বাঁচুক বেশ!
কতো ছলে বলে শত্রু মায়ের বুকের
মানিক নিঃশেষ করে,
মায়ের ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল
পারেনি তোমার তরে।
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে
অপারগ ছিল তারা,
তুমি রুখে দাঁড়িয়েছিলে বলেই আজ
এ দেশ স্বাধীন সাড়া।
বাংলার বাঘের ভয়ে কতো সন্ধিচুক্তি
চুপিসারে করে নিলে,
বাংলা কে শোষণ করে চলেছিল যারা
তাদের গুঁড়িয়ে দিলে।
তোমার চাওয়া আজ সার্থক হয়েছে
ধনে জনে ভরপুর,
তোমার চাওয়া যেন বিফল যায়নি
সব শত্রু হল দূর।
তোমার আশায় ফুটে উঠেছে সার্থক
সোনার বাংলার রূপ,
শুধু তুমি নেই বলে অনুতাপ আজ
মনে তুমি জাগরূক।
তাং- ১৪/০৮/১৯ ইং