এক বরষায় ডেকেছিলে
ভয় ছিল এক ডুববে জলে,
শান্ত করা শতেক ছাতা
আটকে দাঁড়ায় গগন তলে।
আমিও সেদিন সঙ্গে ছিলাম
ঐকতানের ঝর থামাতে,
তোমার বুকে সাহস আসুক
কালো মেঘের আড়াল প্রাতে।
ভয়াল রাতের আঁধার কেটে
যায় চলে তো দূরের দেশে,
রবির আলো ফুটল যখন
যোদ্ধা দলের ভুললে শেষে।
ফুলেল শোভা দিতে গিয়ে
বাঁকা ঠোঁটের হাসির ঝলক,
ছুড়লে তুমি কলঙ্ক সব
স্বার্থপরের আপনা ফলক!
এক আষাঢ়ে যায় না বেলা
বুঝলে না তো চালাক বাবু,
আবার যখন উড়বে শকুন
কে টানাবে নিরেট তাবু!
তাং- ০৯/১২/২০২০ ইং