ঐ নদীটি
যায়নি দেখা অন্তরে যার বাজে সাজ,
ধরতে গিয়ে পালায় শুধু সুপ্ত মনে
ভ্রান্তি কাজ!
গ্রাফ কাগজে
নকশা এঁকে শুদ্ধি আনা এতই চাই,
সংশোধনে তৃপ্তি থাকে বাস্তবে যে
পাই না তাই!
ও তটিনী
তোমায় ভেবে চিত্ত উদার হয় ততই,
মুগ্ধ মনে দাওনা ধরা স্বপ্ন বুনে
যাই যতই!
তাং- ৩০/০১/২০২১ ইং