ঐ দূর গগনে সন্ধ্যা নামে
আষাঢ় ঘনায় আজ,
বাদল দিনের বারিধারা
রুমঝুম নৃত্যে সাঁঝ!

অগ্নি ঝরা গাত্রদাহ
চঞ্চলতা মনে,
জল বিন্দু সু স্থিরতা
আনে এ মননে।

পবন আবার দেয় দোলা এক
দুঃখ ভোলা মোহে,
সংক্ৰমণের ক্রন্দন বুঝি
ধুয়ে মুছে দোহে!

তাং- ২৮/০৬/২০২০ ইং