এক সমুদ্র পাড়ি দিয়ে তোমার কাছে গেলাম
বন্ধ দুয়ার দেখতে পেয়ে কষ্ট অনেক পেলাম
অভিযোগের ডালি নিয়ে
বৃথা তুমি চলে গিয়ে
শূন্য মনে আপন ঘরে ফিরে আমি এলাম!

তাং- ০৭/০১/২০২১ ইং