ফিরিয়ে দিলে ওগো বিধি নীল যমুনার জল,
দুঃখ ভরা রজনীটা করলে-তো সুফল!
এমন করে রাখো তুমি ভবের হাটে ছায়া,
সব কাননে ফুল ফুটিয়ে
রাখো তব মায়া!
আকাশ ঘন কালো মেঘ ঐ কাটিয়ে দিলে আজ,
পূর্ণিমারাত ভরে দিলে আলোয় আলোয় সাজ!
মনটা যেন হালকা হলো আলোর ঝলক দেখে,
এক তনয়ের হাসি ফুটে
জনক স্নেহ মেখে।
তাং- ৩১/১০/২০২০ ইং