কত টাকা হলে কেউ সুখী হতে পারে-
নিতান্তই আপেক্ষিক প্রশ্ন!
অনৈতিক উপার্জনে হয়তো
অনেক টাকাই মেলে; কিন্তু সুখ মেলে কজনে!
অনেক সম্পদ থাকলে সুখী মনে করা হয়;
ভোগে সুখ মেলে না - যদি না ত্যাগ থাকে!
আমরা সুখের ভান করি চলনে বলনে;
বাস্তবে কে কতটা সুখী?
চেহারাই বলে দেয় সুখের সংজ্ঞা কী!
রাজার রাজ্যজয়ের স্পৃহা কিংবা
ভিখারির ক্ষুধাতুর মুখ!
অসুস্থ পীড়িত - মন থেকে ভাবতে পারে
সেও সুস্থচিত্ত সুখী!
গরিবের হারানোর ভয় নেই কিংবা
বিত্তবানের অর্থই বাঘের দুষ্প্রাপ্য চোখ
কেনায় পরম সুখ!
সুখ ছোট্ট একটি শব্দ!
সম্পদে বা দারিদ্রে একে মাপা যায় না,
মন বা অন্তর দিয়ে একে অনুভব করা যায়;
আর তা-ই সুখ!
তাং - ২৬/০৪/১৮