করোনা দীনতা আনে মনুষ্য জীবনে,
নিবারিত চলাচল- স্থবিরতা মনে।
উৎস পথে বাঁধা হয় দিনান্তে যখন,
ঠেকে যায় পিঠখানি দেয়ালে তখন!
অভাবের তাড়নায় স্থান ছেড়ে যায়,
নতুন আশ্রয় খোঁজে সুখের আশায়।
সবাকার সুখ-দুঃখ এক পথে গাঁথা,
কোন পথে পাড়ি দিবে ওহে মোর প্রথা!
এখানে-ওখানে ওঠে ঝড় নিরবধি,
দাও হে স্থিরতা প্রভু মানবেরে যদি!

তাং- ০৪/০৮/২০২০ ইং