সৃষ্টিতত্ত্বে কতো লীলা চলে অবিচল,
প্রভুর কর্তৃত্ব বিনে সকলি বিফল!
অদৃশ্য শক্তির টানে মহাবিশ্ব তাঁর,
নিরন্তর খেলে যায় মহিমা অপার।

মহাকালে মহাশক্তি যুগে যুগে আসে,
অনিত্য বন্ধনে এর রক্ষা কর্তা আশে।
ধর্মের গ্লানিতে আর অধর্ম উত্থানে
দেহ রূপে অবতার অবতীর্ণ পানে।

সাধু গণ পরি ত্রাণে যথাযথ কাজে,
দুষ্টের দমনে আজি ধ্বংসকারী সাজে।
ব্রহ্মাণ্ডের মনোহর গুরু ভারে অতি,
সুনিপুণ কারুকাজে জগতের পতি।

সত্য যুগে হরিরূপে, ত্রেতাতে শ্রী রাম,
দ্বাপরে শ্রী কৃষ্ণ তাঁর গড়ে শান্তিধাম।
কলিযুগে অবতার কল্কি নাম ধরে,
এভাবে ধরণী কূলে প্রদর্শক ওরে!

আমার আমিত্ব বোধ শুধু তাঁর দান,
ভব পারে শুদ্ধাচার করি প্রণিধান।
তোমার অনন্ত সত্তা চিরায়ত থাক,
মানব কল্যাণে সুখ তব বয়ে যাক।

তাং- ২৩/০৮/১৯ ইং