খোঁড়া- শুধু ভাবে,
কি সুন্দর হাঁটার ভাব লোকের!
ইস! তাদের মতো হাঁটতে পারতাম!
আবার- চেষ্টাও নচেৎ কম নয়,
কতোভাবে খুঁত ঢাকার চেষ্টা
সাবলীলভাবে অভিনয় চলে!
কিন্ত সে কি জানে সব জয়- জয় নয়,
জয়েরও পরাজয় আছে!
সুখীরও অসুখ হয়,
ত্রিভুবন জয়ের নেশা সবার থাকে,
যা একটা অসুখও বটে!
কারো চুল পাকা, ঠোঁট কাটা
আসলে- কেউ স্বয়ং সম্পূর্ণ নয়!
কেন দ্বিধা মনে? এতে দোষের কি!
এ যে সৃষ্টির কৃষ্টি!
তাং- ০৪/১১/১৯ ইং