ফাগুনের হাওয়াতে যে ভেসে যায় মন,
কোকিলের কুহুতানে জাগে প্রাণে গান।
পলাশের রাঙা আলো মেতেছে বাগান,
শিমুলের রঙে জ্বলে প্রকৃতির প্রাণ।
নতুন পাতায় ডালে খেলেছে বাতাস,
মৌমাছির গুঞ্জরণে ভরে যায় কান।
কৃষ্ণচূড়া রঙে রাঙা আকাশের পাশ,
বসন্তের স্পর্শে আজ জাগে প্রাণে তান।
ঝরানো পাতার ধ্বনি মিলে যায় দূরে,
ফুলের সুবাসে আজ ভরেছে বাতাস।
প্রাণে প্রাণে খুশি জাগে, মন পড়ে উড়ে,
বসন্তের খেলায় সব হারায় হতাশ।
গাছে গাছে ফোটে ফুল, কতো রঙে ভরা,
বসন্তের সুরে আজ মাতোয়ারা ধরা।
প্রকৃতিটা যেন আজ নাচে গানে গানে,
বসন্তের আগমন আনন্দের সনে।
তাং- ০৮/০৩/২০২৫ ইং