ভোগ্য বস্তুর উপর ইন্দ্রিয়ের আধিপত্য
বিস্তার সহজে হয়ে যায়,
ইন্দ্রিয় নিয়ন্ত্রণ- লালসা কামনার জয়
বড়ই কঠিন কাজ!
কে যে কিসে ভোগী কিংবা ত্যাগী
জানা মুশকিল!
বাহ্যিকতাই কেবল নরদেহ ...
সত্তাযুক্ত মর্ত্যলোক উৎকোচ নেয় না,
কিন্তু কতক্ষন!
ইন্দ্রিয়েরও পরিসীমা আছে...
সেও তার সীমা অতিক্রম করে !
সুযোগের হাতছাড়া করে না-
যদি পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ লাখের...
আসক্তির জগতের বাইরে কেউ না,
গান প্রেম কবিতা নাটক আরো কতো...
জন্ম থেকে মৃত্যু- লেগেই রয়েছে
সৃষ্টির অমোঘ নেশার অনন্ত
ইন্দ্রিয়গ্রাহ্য ভেড়াজাল,
উত্তরনের উপায় ...!
কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় অন্তরিন্দ্রিয়ের
আত্মিক শ্রীবৃদ্ধি সাধনায়,
গভীর ব্রতই মুক্তি দিতে পারে
সত্য সন্ধানের।
তাং- ০৭/১০/১৮