মনে পড়ে চৈত্রের পড়ন্ত
বিকেলের কথাগুলো,
যেদিন ঘর্মাক্ত হয়ে তুমি এসেছিলে
রমনার বটমূলে বৈশাখী মেলার একান্ত নির্ঘণ্ট নিয়ে!
আমিও ভেবেছি আর মাত্র ক'টা দিন
নতুন বছর- নব
আনন্দের আগমনী বার্তা,
কিছু নতুন ভাবনা, নতুন পোশাক
অদম্য ক্লান্তির অবসান হয়না যেদিন- তাই
তোমার ও আমার এতকালের অস্থিরতা কেটে,
স্বস্তির নিঃশ্বাস বয়ে যাবে এ'কদিন!
তাং- ০৩/০৪/২০২১ ইং